![]() |
মাওলানা তারিক জামিলের আহ্বান করোনা: গরিবদের সহায়তা করতে ধনীদের |
জাগো প্রহরী: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র লোকদের ত্রাণ সহায়তা দিতে ধনীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ও দাঈ মাওলানা তারিক জামিল। তিনি বলেছেন, এই সময়ে ধনীরা যদি ঠিক মতো জাকাত দেয় তাহলেও কোনো দুঃস্থ পরিবারই অনাহারে থাকবে না।
রোববার (২৯ মার্চ) উর্দু গণমাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে উপস্থাপক মিজান সালিম সাফির এক প্রশ্নোত্তরে তারিক জামিল এই আহ্বান জানান। একইসঙ্গে করোনা ভাইরাসের সঙ্কটাপন্ন অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে মাওলানা তারিক জামিল বলেন, তিনি এমন সময় পাকিস্তানের শাসক নির্বাচিত হয়েছেন যখন তার খুব দোয়ার প্রয়োজন। একজন শাসকের একটি ভুল সিদ্ধান্তে গোটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে আবার তার একটি সঠিক সিদ্ধান্তে পুরো জাতি বেঁচে যেতে পারে। এজন্য আমি সবসময় সব শাসকের জন্য দোয়া করি।
সরকারের ভাল কিছু করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এই নাজুক পরিস্থিতিতে বিরোধী দলগুলোও যেন ইমরান খানকে সহায়তা করে আমি সেই আহবান জানাই।
ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন